[একে অপরের প্রতি বিভিন্ন আচরণের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য, বিরোধ, ক্ষোভ, অশ্রদ্ধা ও ঘৃণার সংস্কৃতি অনেক সময়ে প্রকাশিত হয়। বহু কথা-আচরণ দিয়ে অপরজনের প্রতি জুলুম করা হয়। অন্যের প্রেক্ষিতকে বিবেচনায় রেখে, অন্যের ব্যাপারে সংবেদনশীল চিন্তা ও আচরণ চর্চা করলে মানুষে-মানুষে ও নানান প্রাণের সাথে দৈনন্দিন নানান ধরণের আদান-প্রদান আরো সম্মানজনক, যত্ন ও ভালবাসাপূর্ণ, ইনসাফ ও ন্যায্যতাপূর্ণ হওয়ার পথ তৈরী হয় বলে আমরা মনে করি। এই লক্ষ্যে লোকায়ত’র সদস্যরা নিজেদের জন্য কিছু শিষ্টাচার খসড়া করেছি, যা আমরা জনপরিসরে অনুশীলন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই শিষ্টাচার প্রস্তাবনার খসড়া পর্যালোচনা ও অনুশীলনের জন্যে সকলের প্রতি বিনীত আহবান জানাই। আর, এই প্রস্তাবনা একটা উন্মুক্ত দলিল, যাতে যোজন-বিয়োজন চলবে।]
- নিজের ক্ষমতা-অবস্থান১ ও কায়েমী সুবিধা২ খেয়াল রাখবো – যাতে এই ক্ষমতার কোনো প্রকার বেইনসাফি চর্চা না হয়। আমাদের কথা-আচরণ যেন অন্যের প্রতি জুলুম না হয়।
- এমনভাবে কাউকে সম্বোধন করবো না, যাতে কেউ আহত বোধ করতে পারেন। মানুষজনের সামাজিক অবস্থা যেমন – পেশা, পদবী, আর্থিক সক্ষমতা, ইত্যাদি বিষয়ে মন্তব্য-কথাবার্তা-আচরণের ক্ষেত্রে নিজের কায়েমী ক্ষমতাজাত জুলুম যেন না করি।
- মানুষজনের সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন ভাষা, বর্ণ, জাত-পাত-সম্প্রদায়, আঞ্চলিকতা, জাতীয়তা, ধর্ম-বিশ্বাস-চর্চা-আচার-প্রথা, খাদ্যাভ্যাস, ইত্যাদি বিষয়ে অপমানজনক, আক্রমণাত্মক, ব্যঙ্গাত্মক আচার-আচরণ করবো না, সেভাবে কথাবার্তা বলবো না। কারো পোশাক-আশাক, শারীরিক বৈশিষ্ট ইত্যাদিকে নিজের সংস্কৃতি বা বিশ্বাসের সাপেক্ষে বিচার করে অযাচিত পরামর্শ বা উপদেশ দিবো না।
- মানুষজনের শারীরিক গড়ন, ‘প্রতিবন্ধিতা’, গায়ের রং, লিঙ্গীয় ও যৌন বৈশিষ্ট্য, বয়স, সক্ষমতা, চাল-চলন ইত্যাদি নিয়ে অপমানজনক, আক্রমণাত্মক, রসাত্মক, তাচ্ছিল্য প্রকাশক, কথাবার্তা বলবো না, আকার-ইঙ্গিত করবো না।
- সম্মতি ছাড়া স্পর্শ করবোনা। চলাচলে বাধা দেবোনা। সম্পর্কের মাত্রার বাইরে কথা-বার্তা বলবো না। কোনো প্রকার যৌন নিপীড়ন ও সহিংসতামূলক আচার-আচরণ করবো না।
- মানসিক আঘাত বা ট্রমা গভীরভাবে সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাপার। আমাদের কথাবার্তা-আচার-আচরণ যেন অন্যের ট্রমাকে বেইনসাফিভাবে জাগিয়ে না তোলে, সে ব্যাপারে সতর্ক থাকবো।
- দেশহীন, নাগরিকত্বহীন, উদ্বাস্তু, উচ্ছেদের শিকার, শরণার্থীসহ নানারকম বিস্থাপিত মানুষজনকে ঘৃণাসূচক, অপমানজনক কথা বলবো না, সেরকম আকার-ইঙ্গিত করবো না, তাদেরকে কোনোভাবেই অশ্রদ্ধা করবো না।
- প্রাণব্যবস্থা ও প্রাণের নানা সংস্থানের প্রতি যত্নশীল হবো। পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণের সময় প্রাণ-প্রকৃতির প্রতি ক্ষতিকর আচরণ করবো না।
- কারো ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক-বিশ্বাসগতভাবে চিহ্নিত পবিত্র স্থানের আচার ও রীতিনীতিকে অশ্রদ্ধা করবো না ।
- নিজের জ্ঞান ও বোঝাপড়াকে চূড়ান্ত ও প্রশ্নের উর্ধ্বে মনে করবো না। নিজের বিশ্বাস-আদর্শ-বোঝাপড়া চাপিয়ে দিবো না। পরিচয়, সংখ্যা ও গায়ের জোরের বড়াই করবো না, জুলুম করবো না। ভিন্ন চিন্তা, মত, বিশ্বাস ও অভিজ্ঞতাকে শ্রদ্ধা করতে শিখবো, বিবেচনায় নিতে শিখবো।
কার্তিক, ১৪২৭। নভেম্বর, ২০২০।
[ *জনপরিসর = সবরকম সামাজিক-ভৌগলিক ও ডিজিটাল পরিসর, যেখানে মানুষজন আসা-যাওয়া, জমায়েত, অবস্থান ইত্যাদি করে। রাস্তা-ঘাট, হাট-বাজার, উপাসনালয়, পার্ক, অফিস-আদালত, গণপরিবহন, মেলা, ওরশ, তীর্থ, সভা-সমাবেশ-জমায়েত, শিক্ষা প্রতিষ্ঠান,পর্যটন স্থান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি জনপরিসরের মধ্যে পড়ে। ১ক্ষমতা-অবস্থান= Positionality; ২কায়েমী সুবিধা=Privilege ।]