[ *এই প্রস্তাবনা একটা উন্মুক্ত দলিল, যাতে যোজন-বিয়োজন চলবে। এখানে ‘জনপরিসর’ বলতে সবরকম সামাজিক-ভৌগলিক ও ডিজিটাল পরিসর বোঝানো হচ্ছে যেখানে মানুষজন আসা-যাওয়া, জমায়েত, অবস্থান ইত্যাদি করে। রাস্তা-ঘাট, হাট-বাজার, উপসানালয়, পার্ক, অফিস-আদালত, গণপরিবহন, মেলা, ওরশ, তীর্থ, সভা-সমাবেশ-জমায়েত, শিক্ষা প্রতিষ্ঠান,পর্যটন স্থান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি জনপরিসরের মধ্যে পড়ে। লোকায়ত বিদ্যালয়ের সদস্যরা এই শিষ্টাচারটি অনুশীলনের জন্য গ্রহণ করেছে এবং এই প্রস্তাবনা বিবেচনায় নেয়ার জন্যে সবার প্রতি আহবান জানাচ্ছে। ]
- খেয়াল রাখবো – আমাদের কথা-বার্তা-আচরণ যেন অন্যের প্রতি জুলুম না হয়।
- এমনভাবে কাউকে সম্বোধন করবো না, যাতে কেউ আহত বোধ করতে পারেন।
- মানুষজনের শারীরিক গড়ন, ‘প্রতিবন্ধিতা’, গায়ের রং, লিঙ্গীয় ও যৌন বৈশিষ্ট্য, বয়স, সক্ষমতা, চাল-চলন ইত্যাদি নিয়ে অপমানজনক, আক্রমণাত্মক, রসাত্মক, তাচ্ছিল্য প্রকাশক, ইঙ্গিতপূর্ণ কথা-বার্তা বলবো না, আকার-ইঙ্গিত করবো না।
- মানুষজনের সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন, ভাষা, বর্ণ, জাত-পাত, সম্প্রদায়, আঞ্চলিকতা, জাতীয়তা, ধর্ম-বিশ্বাস-চর্চা-আচার-প্রথা, খাদ্যাভ্যাস, ভিন্নরুচি, পোশাক-পরিচ্ছদ কিংবা সামাজিক-সাংস্কৃতিক অবস্থা ও অবস্থান যেমন – পেশা,পদবী, আর্থিক সক্ষমতা, ইত্যাদি বিষয়ে অপমানজনক, আক্রমণাত্মক, ব্যঙ্গাত্মক,তাচ্ছিল্যমূলক আচার-আচরণ করবো না, সেভাবে কথা-বার্তা বলবো না।
- সম্মতি ছাড়া স্পর্শ করা, চলাচলে বাধা দেওয়া, সম্পর্কের মাত্রার বাইরে যাওয়া, যৌন ইঙ্গিতপূর্ণ কথা-বার্তাসহ কোনো প্রকার যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতামূলক আচার-আচরণ করবো না।
- কারো মানসিক আঘাত বা ট্রমা নিয়ে মজা করবো না, তাদেরকে খোঁচাবো না, বিরক্ত করবো না।
- দেশহীন, নাগরিকত্বহীন, উদ্বাস্তু, উচ্ছেদের শিকার, শরণার্থীসহ নানারকম বিস্থাপিত মানুষজনকে ঘৃণা উদ্রেককারী, অপমানজনক কথা বলবো না, সেরকম আকার-ইঙ্গিত করবো না, তাদেরকে কোনোভাবেই অশ্রদ্ধা করবো না।
- প্রাণব্যবস্থা ও প্রাণের নানা সংস্থানের প্রতি যত্নশীল হবো। পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণের সময় প্রাণ-প্রকৃতির প্রতি সহিংস আচরণ করবো না।
- কারো ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক-বিশ্বাসগতভাবে চিহ্নিত ‘পবিত্র’ স্থানের আচার ও রীতিনীতিকে অশ্রদ্ধা করবো না ।
- কাউকে অযাচিত পরামর্শ বা উপদেশ দিতে যাবো না।
- নিজের জ্ঞান ও বোঝাপড়াকে চূড়ান্ত ও প্রশ্নের উর্ধ্বে মনে করবো না। নিজের বিশ্বাস-আদর্শ-বোঝাপড়া চাপিয়ে দিবো না। পরিচয়, সংখ্যা ও গায়ের জোরের বড়াই করবো না, জুলুম করবো না। ভিন্ন চিন্তা, মত, বিশ্বাস ও অভিজ্ঞতাকে শ্রদ্ধা করতে শিখবো, বিবেচনায় নিতে শিখবো।
কার্তিক, ১৪২৭। অক্টোবর, ২০২০।