শরীর ও মন নিয়ে যখন আলাপ করা হয়, তখন প্রায়শই শরীর ও মন একে অপর থেকে বিচ্ছিন্ন করে দেখা করা হয়। কিন্তু আসলেই কি তা বিচ্ছিন্ন? এছাড়াও যখন মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ করা হয়, তখন প্রায়শই এই ব্যাপারটিকে বৃহৎ সামাজিক-রাজনৈতিক কাঠামোর অংশ আকারে না ভেবে তা নিতান্তই ব্যক্তিগত সমস্যা/ব্যাপার হিসাবে ধরা হয়। পুজিবাদ ও পুরুষতন্ত্রে যত্ন কারা করে? যত্ন করা কি শ্রম? কোন মানুষ যত্ন করে? এমন অনেক প্রশ্ন ও আলাপ করা হয় এই আড্ডায়। ৪ জানুয়ারী, ২০২০ বিকাল ৪ টায়, পরীবাগে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে আড্ডাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাস্তবতা ও অভিজ্ঞতার অনেক সংখ্যক তরুণ বয়েসি মানুষেরা আড্ডায় যোগ দেন, কথা শোনেন ও নিজেদের বক্তব্য সকলের সাথে ভাগ করেন।
আড্ডায় কথা বলেছেনঃ
ইফাদুল হক সদস্য, লোকায়ত বিদ্যালয়; সামাজিক সংগঠক; পিএইচডি গবেষক, ইলিনয় বিশ্ববিদ্যালয়।
দূর্দানা ফরিদ সদস্য, লোকায়ত বিদ্যালয়; জ্যেষ্ঠ সহযোগি, লিপিং বাউন্ডারিজ।
সাফিয়ে গ্রেইস কবির সদস্য, লোকায়ত বিদ্যালয়; প্রচারণা সমন্বয়ক, আনডুয়িং বর্ডার, যুক্তরাজ্য।
মিথিলা মাহফুজ সদস্য, লোকায়ত বিদ্যালয়; শিক্ষক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।
আড্ডার সঞ্চালকঃ মোহাইমিন লায়েছ সদস্য, লোকায়ত বিদ্যালয়।
লোকায়ত বিদ্যালয়’র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট থাকুন।